Tuesday, February 4, 2014

Isaac Asimov er Fantasy Golpo

আইজ্যাক আজিমভ মানেই সায়েন্স ফিকশন। সারা বিশ্বে তাঁর লেখা সায়েন্স ফিকশনের লক্ষ লক্ষ পাঠক রয়েছে। এই বিষয়ে তিনি অসাধারণ। তবে তিনি হালকা ধাঁচে কিছূ ফ্যান্টাসি গল্প লিখেছিলেন। সেগুলোরই কালেকশন এটি।
এই বইটিতে ২৯টি ফ্যান্টাসি গল্প সংকলিত হয়েছে।
শুধুমাত্র একটি বাদে। সেটি হলো "গেটিং ইভন" ।
গল্পগুলো সংকলন করেছেন হাসান খুরশীদ রুমী।
আর গল্পগুলো অনুবাদ করেছেন দেশের বিখ্যাত অনুবাদকগণ যেমন অনীশ দাস অপু,আসরার মাসুদ, শরিফুল ইসলাম ভূইয়া, শাহরীয়ার শরীফ, হাসান খুরশীদ রুমী, অনন্ত আহমেদ প্রমুখ।

পড়ে দেখুন কেমন লাগে।





No comments:

Post a Comment