Monday, December 30, 2013
Somoy Surongo by Rokib Hasan
শিশুদের জন্য লেখা এই বইটি বেশ সুন্দর। তিন গোয়েন্দা সিরিজের এই বইটি লিখেছেন রকিব হাসান। বইটিতে বহিবিশ্বের জগতের বিষয় তুলে ধরা হয়েছে। যেখানে কিশোরকে বহির্বিশ্বের লোকেরা তাকে অপহরণ করে নিয়ে যায়। তার মাঝে ঢুকিয়ে দেয় এক আলাদা বৈশিষ্ট্য । এই দুই বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে লড়াই করতে থাকে কিশোর। থাক আর নাই বললাম ।বাকীটুকু পড়ে দেখুন।
.
.
Monday, December 9, 2013
Bongshaler Bonolota
নীলক্ষেত.কো থেকে কয়েকটি বই সেদিন কিনলাম। তার মধ্যে অনীশ দাস অপু সম্পাদিত হরর কাহিনী "ছায়াবৃত্ত" বইটি ছিলো। বইয়ের গল্পগুলো পড়তেছিলাম। এর মধ্যে মুহম্মদ আলমগীর তৈমুর রচিত 'বংশালের বনলতা" গল্পটি আমার খুবই ভালো লাগলো। গল্পটিতে উল্লেখিত "লিলিথ" নিয়েও নেটে ঘাটাঘাটি করলাম। আপনারা যারা হরর গল্প পছন্দ করেন তারা পড়তে পারেন। পড়ে মন্তব্য জানিয়েন। আর ইতিহাসে লিলিথ সম্পর্কে আরো জানলে শেয়ার করবেন। দেখলাম লিলিথ নিয়ে মুভিও আছে।
ডাউনলোড
Sunday, December 8, 2013
Friday, December 6, 2013
Chotoder Prithibi o Poribesh biggan
ছোটদের পৃথিবী ও পরিবেশ বিজ্ঞান
লেখক : মোস্তাক আহমেদ
বইটিতে সুন্দরভাবে পৃথিবী ও পরিবেশ সম্পর্কিত বিভিন্ন বিষয় প্রশ্নোত্তর আকারে তুলে ধরা হয়েছে। কমলা বা আপেলের মতো পৃথিবী এরকম মজার তথ্যে ভরা বইটি। পৃথিবী সম্পর্কে যুগে যুগে মানুষের ধারণা ও বিভিন্ন সম্প্রদায়ের ধারণাও তুলে ধরা হয়েছে। পরিশেষে বিভিন্ন প্রকার দূষণ সম্পর্কে সচেতন করার জন্য ধারণা দেয়া হয়েছে।
লেখক : মোস্তাক আহমেদ
বইটিতে সুন্দরভাবে পৃথিবী ও পরিবেশ সম্পর্কিত বিভিন্ন বিষয় প্রশ্নোত্তর আকারে তুলে ধরা হয়েছে। কমলা বা আপেলের মতো পৃথিবী এরকম মজার তথ্যে ভরা বইটি। পৃথিবী সম্পর্কে যুগে যুগে মানুষের ধারণা ও বিভিন্ন সম্প্রদায়ের ধারণাও তুলে ধরা হয়েছে। পরিশেষে বিভিন্ন প্রকার দূষণ সম্পর্কে সচেতন করার জন্য ধারণা দেয়া হয়েছে।
Saturday, November 16, 2013
Subscribe to:
Posts (Atom)